অনলাইন ডেস্ক :
শ্রোতাপ্রিয় গায়ক এস আই টুটুল আবারও বিয়ে করেছেন। প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে আর থাকছেন না তিনি। অভিনেত্রীর সঙ্গে বেশ সুখের সংসারই ছিল টুটুলের। তাদের ভাবা হতো সুখী ও আদর্শ দম্পতি।
কিন্তু এর মাঝেই জানা গেল, তাদের সেই সংসারে ফাটল ধরেছে। কী কারণে এ ফাটল তা জানা যায়নি। তবে তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টুটুল। তাদের বিচ্ছেদ হবার ১ বছর পর বিয়ে করলেন টুটুল। এটি গায়কের দ্বিতীয় বিয়ে।
টুটুলের দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন সোনিয়া। তারও এটি দ্বিতীয় বিয়ে। সোনিয়া চাকরির পাশাপাশি উপস্থাপিকা এবং মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন।
নতুন জীবন শুরু করে টুটুল বলেন, আমি, তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর নিউ ইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই।
চলতি বছরে এস আই টুটুল যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে টুটুল ও সোনিয়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বহু জননন্দিত গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এস আই টুটুল। এখন পর্যন্ত জাতীয় পুরস্কার পেয়েছেন চারবার। দারুচিনি দ্বীপের অনবদ্য সঙ্গীত পরিচালনার কৃতিত্ব স্বরূপ প্রথম জাতীয় পুরস্কার পান, এটাই তার সেরা কাজ। এরপর ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, বাপজানের বায়োস্কোপের জন্য গায়ক ও সুরকার হিসেবে পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ জুলাই টুটুল মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।