বিয়ে নিয়ে গেল ক’মাস ভালোই গুঞ্জন পোহালেন নায়িকা মাহিয়া মাহি। অবশেষে সত্যিটা প্রকাশ করলেন। জানালেন বিয়েটা তিনি সত্যিই করেছেন। তবে আগে নয়, এই রাতের প্রথম প্রহরেই সেরেছেন আকদ। মাহি বলেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। আমরা আজ ১৩/০৯/২১ ইং রাত ১২টা ০৫ মিনিটে বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’ পাত্র ব্যবসায়ী-রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিব। গত মে মাসে সিলেটের পারভেজ মাহমুদ অপুর সঙ্গে নিজের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন মাহি।