
অনলাইন ডেস্ক :
মুক্তির মাত্র দ্বিতীয় সপ্তাহে পা দিতেই হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজের অ্যাকশন ঘরানার সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ বৈশ্বিকভাবে ৫৪৮.৬ মিলিয়ন ডলার আয় করেছে। মুক্তির ১০ দিনে কেবল উত্তর আমেরিকার চার হাজার ৭৫১ প্রেক্ষাগৃহ থেকেই আয় হয়েছে ২৯১ মিলিয়ন ডলার। চলতি বছর মুক্তি পাওয়া সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এখন চতুর্থ স্থানে আছে ‘টপ গান: ম্যাভেরিক’। গত ২৭ মে মুক্তি পায় ‘টপ গান: ম্যাভেরিক’। সিনেমাটি ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’-এর সিক্যুয়েল। ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। পিটার ক্রেইগ ও জাস্টিন মার্কসের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে অ্যাকশন ঘরানার ছবি ‘টপ গান: ম্যাভেরিক’। ছবিতে ক্যাপ্টেন পিটে ‘ম্যাভেরিক’ মিশেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। ছবিতে আরও অভিনয় করেছেন মিল টেলার, জেনিফার কনেলি, জন হ্যাম, গ্লেন পাওয়েল, মনিকা বারবারো, লুইস পালম্যান, এড হ্যারিস ও ভাল কিলমের।