বিনোদন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল। তবে এবার ঈদে অন্য এক সজলকে দেখা পেয়েছে দর্শক।
বিশেষ করে শহুরে গল্পে স্টাইলিশ নায়কের চরিত্রে দর্শকের সামনে হাজির হোন বরাবর। তবে এবার ‘দ্যা টিচার’ নাটকে একেবারেই ভিন্ন চরিত্রে কাজ করে দর্শক-সমালোচক সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
সজল অভিনীত বেশ কয়েকটি নাটক এবারের ঈদে প্রচারিত হয়েছে। তবে প্রতিটি নাটকে তাকেভিন্ন-ভিন্ন সব চরিত্রে দেখা গেছে।
ঈদে শতাধিক প্রকাশিত নাটকের ভিড়ে পরিচালক বান্নাহর ‘দ্যা টিচার’ নাটকটি ব্যাপক ফেলেছে দর্শক মহলে। পাশাপাশি অর্জন করছে ভূয়সী প্রশংসা। নাটকটি দেখে মুগ্ধ হাজার-হাজার দর্শক।