‘দ্য ড্রামা’তে রবার্ট প্যাটিনসনের বিপরীতে জেনডায়া

‘দ্য ড্রামা’তে রবার্ট প্যাটিনসনের বিপরীতে জেনডায়া

অনলাইন ডেস্ক :

রোমান্টিক ছবিতে জুটি বাঁধতে চলেছেন জেনডায়া ও রবার্ট প্যাটিনসন। ছবির নাম ‘দ্য ড্রামা’। এক জুটির সম্পর্কের চড়াই-উতরাই দেখানো হবে ছবিতে। বিয়ের ঠিক আগের দিন এক অনাকাক্সিক্ষত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের। ছবিটি প্রযোজনা করছে স্টুডিও এটুয়েন্টিফোর। পরিচালনা করছেন নির্মাতা ক্রিস্টোফার বোরগ্লি। বোরগ্লির সাথে ‘ড্রিম সিনারিও’-তে কাজ করেছে এটুয়েন্টিফোর। এই ছবিতে জেনডায়াকে নেয়ার ব্যাপারে আগ্রহী ছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। রবার্ট প্যাটিনসনও যুক্ত হওয়াতে ছবিটিকে ঘিরে প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণে। এটি বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *