বিনোদন ডেস্ক :
এবারের ঈদে দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁলো আফরান নিশো-তানজিন তিশা জুটির ‘এক মুঠো প্রেম’। সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করলো নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন, নাটকটির পরিচালক জাকারিয়া সৌখিন। নাটকটির গল্প গড়ে উঠেছে একজন কবি এবং তার প্রেমময় বর্ণিল জীবন নিয়ে। রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। ফেসবুকে বাংলা নাটকের গ্রুপগুলোতেও প্রশংসিত হচ্ছে ‘এক মুঠো প্রেম’। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।