অনলাইন ডেস্ক:
মিডিয়াতে বড়সড় আওয়াজ দিতে গিয়ে ধরা খেলেন অনন্ত জলিল। সাম্প্রতিক ‘দিন দ্যা ডে’ ছবিটি ১০০ কোটি টাকায় নির্মাণ করেছেন বলে মিডিয়াতে সরব ছিলেন অনন্ত জলিল। যদিও দর্শক ও সিনেমাপ্রেমীরা ‘দিন দ্যা ডে’ ১০০ কোটি টাকার নির্মিত ছবি তা মানতে নারাজ ছিল সর্বদা। তারপরও অনন্ত জলিল জোর গলায় বারবার বলেছেন ছবিটি ১০০ কোটি টাকার ছবি। এ নিয়ে রীতিমত মিডিয়া পাড়ায় ও দর্শকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় ও সন্দেহ জাগে। সেই সন্দেহে ঘি ঢেলে দিলেন দিন দ্যা ডে ছবির ইরানি সহকারী পরিচালক মোর্তজা অতাশ জমজম। তিনি সোশ্যাল মিডিয়ার এক পোস্টের মাধ্যমে জানান, অনন্ত জলিলের দিন দ্যা ডে ১০০ কোটি টাকার ছবি নয়, এই ছবির প্রকৃত বাজেট ৪ কোটি টাকা মাত্র!
এত দিন যৌথ প্রযোজনায় নির্মিত এই ‘দিন: দ্য ডে’ ছবির বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করে আসছিলেন অনন্ত জলিল। যদিও সিনেমাটির আসল বাজেট ৫ লাখ মার্কিন ডলার বলে জানা গেছে। সোমবার ২২ আগস্ট ছবিটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে। ২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি। পরিচালক ওই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্ত জলিলের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন। মোর্তজা বলেন, ‘চুক্তি অনুযায়ী কথা ছিল অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন। বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের ৮৫ শতাংশ নেবেন এবং প্রযোজক হিসেবে তিনি ১৫ শতাংশ পাবেন। যেখানে অনন্ত আমাদের ইরানি টিমের পুরো পাঁচ লাখ ডলার পরিশোধ করেননি, সেখানে ছবির বাজেট কিভাবে ১০ মিলিয়ন ডলার হয়?’ তিনি আরও জানান, অনন্তের খামখেয়ালির কারণে ছবিটির শ্যুটিং ব্যয় বেড়ে যায়। এছাড়া তিনি কারও অর্থই ঠিকঠাক মতো পরিশোধ করেননি। এর প্রতিবাদে মোর্তজা কিছুদিন শ্যুটিং বন্ধ রাখেন। পরবর্তী সময়ে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সমঝোতায় আবার কাজটি শুরু করেন এবং অনন্ত সমস্ত বকেয়া পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন।