নকল সুরের গান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় বিব্রত প্রযোজক

নকল সুরের গান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় বিব্রত প্রযোজক

অনলাইন ডেস্ক :

ঢাকায় সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাতে কন্ঠশিল্পী কোনানের গাওয়া ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটি সেরা গায়িকা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। এতে বিব্রত হয়েছেন এ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল নিজেই। কী করে এই গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে তা বুঝতে পারছেন না তিনি। এই গানটি নিয়ে অবশ্য বিতর্ক চলছে। কারণ পুরনো ছবি ‘অবুঝ হৃদয়’ -এর ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ জনপ্রিয় গানের ব্রিজলাইনটুকু নিয়ে ‘বীর’ সিনেমার গানটি তৈরি করা হয়েছে। প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘হ্যা, অন্য একটি সিনেমা থেকে দুটি জনপ্রিয় লাইন এ গানে ইউজ করা হয়েছে। এ গান কেমন করে পুরস্কার পেল বুঝলাম না। আমি দেখে আসছি যারা মৌলিক গান গেয়ে থাকে তারাই এই পুরস্কার পায়। আমাদের গানটি সেরা শিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর থেকেই আমি বির্তকের মুখে রয়েছি। অনেক গণমাধ্যমকর্মী আমাকে কল দিয়ে জানতে চাইছেন এ বিষয়ে। আমি আসলে কিছুই বলতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *