অনলাইন ডেস্ক :
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপেছেন সোনম কাপুর। রাখি সাওয়ান্তের পর উরফিরা যখন বিভিন্ন খোলামেলা পোশাকে গণমাধ্যমেরও নজর কাড়ছেন, তখন সোনম বললেন, শুধু নেট দুনিয়ার দোষ দিয়ে কী লাভ। ফটোগ্রাফাররাও এখন নগ্নতার ওপরেই বেশি ফ্ল্যাশ করছেন।
এদিকে আগামী মাসেই মা হতে চলেছে সোনম। নিজের ফটোশুটের ক্ষেত্রেও অনেক সমালোচনা সনমেরও আছে। তাই এ নিয়ে নেটদুনিয়ায় বেশ তর্কও বিদ্যমান। কিন্তু মা হবার সময়ে বলিউড তারকার এমন উপলব্ধি নিয়ে অনেকেই প্রশংসাও করেছেন।
সোনম আরও বলেন,‘আমরা নগ্নতা বিক্রির জন্য আসিনি। অথচ আমরা বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফারের সামনে দাঁড়াই নিজেদের ফ্যাশন, স্টাইলকে তুলে ধরার জন্য। কিন্তু ওরা যেন একেবারে মুখিয়ে থাকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গেও ক্লোজশট নেবার জন্য। এটা রীতিমতো অন্যায়। তাই দর্শকরুচি বদলানোর আগে গণমাধ্যমেরও রুচিবদল খুব জরুরি।