বিনোদন ডেস্ক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মহাপ্রয়াণ দিবস ছিল ২৭ আগস্ট। এটিকে ঘিরে বিশেষ ডিজে ম্যাশআপ করা হয়েছে। যেখানে কবির প্রেম, প্রকৃতি ও ভক্তিমূলক ৮টি গান নিয়ে ডিজে রাহাত ফিচার করেছেন নির্ঝর চৌধুরীকে। এর আগে পশ্চিমবঙ্গে এ ধরনের কিছু কাজ হলেও বাংলাদেশে নজরুলের গান নিয়ে এমন ম্যাশআপ এটাই প্রথম। গানগুলোর মধ্যে আছে- মেঘের ডমরু, আমার নয়নে নয়ন রাখি, মোরা আরজনমে, আলগা করো গো, ব্রজগোপী খেলে হরি, শুকনো পাতার নূপুর, রুমঝুম ঝুম ঝুম ও রিমঝিম। নির্ঝর চৌধুরী বলেন, ‘মূলত আমরা জাতীয় কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছি। এটি ওপার বাংলায় বেশ দেখা যায়। বাংলাদেশেও শুরু হয়েছে। তাই আমরা কাজী নজরুলের গান নিয়ে এটি করলাম।’ ২৭ আগস্ট গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত হয়েছে। এর ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।