অনলাইন ডেস্ক :
দীর্ঘ এক যুগ পর চলতি বছরে ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ গান নিয়ে হাজির হন গুরু খ্যাত জেমস। চাঁদরাতে ‘আই লাভ ইউ’ শিরোনামে গানটি প্রকাশের পর চারদিকে বেশ সাড়া পড়ে যায়।
কয়েক মাসের ব্যবধানে ফের নতুন গান নিয়ে আসছেন জেমস। জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে। এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে গানটি নিয়ে প্রচারণা শুরু হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে মাহফুজ আনাম জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানাচ্ছেন, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাসখানেক সময় লাগবে। এর চেয়ে বেশিকিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি।