নতুন গান নিয়ে আসছে কর্ণিয়া ও আলভী

নতুন গান নিয়ে আসছে কর্ণিয়া ও আলভী

একটি গান নিয়ে আসছেন কর্ণিয়া ও আলভী। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সংগীতায়োজনও করেছেন আলভী। সুর করেছেন ইয়াছিন হোসেন নিরু। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, শ্রোতাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা গানটি নিয়ে আসছি। ড্যান্স নম্বর বলতে যা বোঝায়, এটি তেমন একটি গান। শুনলে নাচতে ইচ্ছা করবে। লকডাউনের আগে দুই দিনের প্রস্তুতিতেই আমরা ভিডিওর শুটিং করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। আলভী বলেন, খুব ভালো একটি কাজ হয়েছে। ১৬ জুলাই কর্ণিয়া আপুর ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *