অনলাইন ডেস্ক :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন-মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন দর্শকের মাঝে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘হাওয়া’।
ঈদ উপহার হিসেবে ‘হাওয়া’র প্রথম গান ‘তুমি বন্ধু কালা পাখি’ প্রকাশ্যে এসেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গানের ভিডিওচিত্র পোস্ট করে চলচ্চিত্রটি মুক্তির তারিখ জানালেন চঞ্চল চৌধুরী। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে ‘হাওয়া’। ইমন চৌধুরীর সুরে আরফান মৃধা শিবলুর কণ্ঠে ‘তুমি বন্ধু কালা পাখি’ শিরোনামের গানটি ইতোমধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। নতুন গানটির কথা ও সংগীতায়োজন করেছেন হাশিম মাহমুদ। গানটির ভিডিওচিত্র দেখে প্রশংসা করছেন নেটিজেনরা।