বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। দুই বছর পর তাকে নতুন লুকে দেখা যাবে বিজ্ঞাপন চিত্রে। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে দ্বিতীয় বারের মতো বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। গতকাল শুক্রবার বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নেন ডিপজল। জানা যায়, বিজ্ঞাপনটি ‘সার্ভাস ফুডস’ নামের একটি অনলাইন ডেলিভারি কোম্পানির। আর বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাসের হাবিব সিদ্দিকী। নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে ডিপজল বলেন, বিজ্ঞাপনটির আইডিয়া এবং গল্প দুটোই শুনে ভালো লাগে। তাই কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।