নতুন ছবির লুক প্রকাশ করলো সালমান খান

নতুন ছবির লুক প্রকাশ করলো সালমান খান

অনলাইন ডেস্ক :

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের বেশিরভাগ ছবি উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেয়া হয়। কখনো ঈদ, কখনো দিওয়ালিতে তার ছবি আসে। সে বিষয়টি মাথায় রেখেই হয়তো নতুন ছবির নাম ঠিক করেছেন সালমান। তার নতুন ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

এ ছবিতে সালমানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে। গতকাল শুক্রবার (১৩ মে) ইনস্টাগ্রামে পূজা সালমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘শুটিং শুরু হয়েছে।’

সালমানকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‌‘অন্তিম’ ছবিতে। আর এ বছর পূজার তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘রাধে শ্যাম’, ‘আচারিয়া’ ও ‘বিস্ট’। মুক্তির অপেক্ষায় আছে পূজার ‘সার্কাস’ ও ‘এফথ্রি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *