বিনোদন ডেস্ক :
তরুণ মডেল ও অভিনেত্রী লামিমা লাম।২০১৭ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মিডিয়া পথচলা শুরু করেছিল।এরপর, কাজ করেছেন নাটক, বিজ্ঞাপন চিত্রে। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন লামিমা লাম। নাম ‘কুলেজ’। দীপ্তি চরিত্রে অভিনয় করছেন। কলেজের তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, কল্পনা আর বন্ধুত্বের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কুলেজ’। শেখ নাজমুল হুদা ইমন পরিচালিত এ নাটকটি শিগগিরই প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায়। এ প্রসঙ্গে লামিমা লাম বলেন, ‘কুলেজ’ ধারাবাহিক নাটকটি মূলত কলেজ স্টুডেন্ট গল্প।