নতুন ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’

নতুন ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’

অনলাইন ডেস্ক :

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খান, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, অবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতি, ওয়ালিউল হক রুমি, করভী মিজান, ম আ সালাম, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে দেখা যাবে, ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি ছোটবেলার বন্ধু। তাদের মা-বাবা কেউ নেই। পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছে। তা দিয়েই চলে। কোন কাজ করে না। দুইজনই খুব কৃপণ স্বভাবের। তাদের মাথায় বুদ্ধি বলে কিছু নেই। কিন্তু নিজেদেরকে খুব চালাক মনে করে। নানা চালাকি করতে গিয়ে বিপাকে পড়ে। গায়ে পড়ে গ্রামের মেয়েদের সাথে কথা বলে। এজন্য গ্রামের মুরব্বীরা তাদেরকে বিয়ে করিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। দু’জনে সেজেগুজে একেকদিন একেক এলাকায় যায় পাত্রী দেখতে। একদিন ফুলজোর নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে একটা লাশ ভেসে থাকতে দেখে তারা। এই খবর ছড়িয়ে পড়লে গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়। নানারকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *