![](https://www.binodonmail.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
অনলাইন ডেস্ক :
নতুন প্রেমে মজেছেন সালমান মুক্তাদির! অভিনেত্রী আয়শা নাফিসার সাথে চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে এটি বাস্তবে নয়। এবারের ঈদের একটি নাটকে এমনটা দেখা যাবে।
নাটকের নাম ‘সিনিয়র গালফ্রেন্ড’। এটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর সাগর। এতে আরো অভিনয় করেছেন রকি খান, মুকিত জাকারিয়া প্রমুখ।
এ প্রসঙ্গে আয়শা নাফিসা বলেন, ‘গল্পে দেখা যাবে সালমানের থেকে আমি বয়সে দুই বছরের বড়। ছোটবেলা থেকেই ও (সালমান মুক্তাদির) আমাকে অনেক পছন্দ করে। সব সময় আমাকে ভালোবাসার কথা বলতো। তবে আমি কখনো সিরিয়াস ভাবিনি। দুষ্টামি বলে এড়িয়ে যেতাম।’
তিনি বলেন, ‘একদিন এক বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়। তখন ওর বন্ধুরা আমাকে এসে বলে তখন বিশ্বাস করি। এরপর আমিও ওরে ভালোবাসতে শুরু করি। কিন্তু আমাদের সমাজ এই বিষয়গুলো মেনে নেয় না। ঘটতে থাকে নানান নাটকীয় ঘটনা। গল্পের শেষ দিকে চমক আছে।’
নাফিসা বলেন, ‘আমি নায়লা চরিত্রে অভিনয় করেছি। আর সিয়াম চরিত্রে অভিনয় করেছে সালমান। বেশ মজা করে আমরা কাজটি করেছি। দর্শকদের খুব পছন্দ হবে। নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হবে।’