বিনোদন ডেস্ক :
নতুন লুকে চমকে দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি ছোট ছোট করে ছাঁটা চুল, গাল, থুতনি ভর্তি সাদা দাড়ি তার এমন ছবি ভাইরাল হতেই সবাই অবাক। এ কী চেহারা হয়েছে অভিনেতার! হঠাৎ করে এমন বুড়িয়ে গেলেন কী করে সেটাই বুঝে উঠতে পারছেন না নেটপাড়ার বাসিন্দারা। একঝলক দেখে যে কেউ চমকে উঠবেন। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় আমিরকে পেতেই ঝলসে ওঠে ক্যামেরার লেন্স। ক্যাজুয়াল টিশার্ট ও শর্টসে দেখা গিয়েছে এদিন তাকে। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেতা। তারপর মাস্ক খুলতেই নজরে পড়ে তার নতুন লুক। আর তার নতুন লুক দেখে চমকে ওঠেন ফোটোগ্রাফাররা। তখনি অবশ্য সবার কাছ থেকে এই নতুন স্টাইলের জন্য প্রশংসাও পান আমির। তবে নেটিজেনদের বক্তব্য, দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের পরেই এমন অবস্থা হয়েছে আমিরের। মাস কয়েক আগেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন অভিনেতা। তবে তারা জানিয়েছিলেন একে অপরের ভাল বন্ধু হয়েই থাকবেন। সে প্রতিশ্রুতি রাখতেও দেখা গিয়েছে আমির কিরণকে।