অনলাইন ডেস্ক :
গণমানুষের গায়িকা হিসেবেই পরিচিত মমতাজ, গায়িকার বাইরেও তিনি একজন সংসদ সদস্য। সম্প্রতি নতুন একটি সিনেমার জন্য তিনি কণ্ঠ দিলেন। গানের কথা হচ্ছে ‘এক এক আজব বুড়ো খোকা, মাথায় ঘুরে খেলার পোকা’। গানটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সঙ্গীত করেছেন আরাফাত মোহসীন নিধি। গতকাল (১৯ আগস্ট) রাত নয়টার পর রাজধানীর নিকেতনে একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মমতাজ। তিনি জানান, এই গানটি ব্যবহার করা হবে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায়। গানের কথা, সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে।