অনলাইন ডেস্ক :
ইদানিং নারী কেন্দ্রীক গল্পের দিকে জোড় দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা অভিনীত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ধকড়’। সবকিছু ঠিক থাকলে ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। যেখানে অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছেন কঙ্গনা। টিজার দেখেই বোঝা যাচ্ছে, অ্যাকশনে ভরপুর থাকবে ‘ধকড়’ সিনেমা। রজনীশ ঘাই পরিচালিত সিনেমাটিতে স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর দ্বিতীয়বার ভাবে না অগ্নি। যে কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশনে অসম্ভব বলে তার জীবনে কিছুই নেই। যার প্রমাণ মিলেছে টিজারে।
২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘থালাইভি’ সিনেমায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই চরিত্রের জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। তবে ‘ধকড়’ সিনেমার জন্য ওজন কমিয়েছেন এই অভিনেত্রী।