বিনোদন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন ও শবনম বুবলী অভিনীত দু’টি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষা রয়েছে ‘ক্যাসিনো’ ও ‘চোখ’। নতুন খবর হচ্ছে, নতুন আরেকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন নিরব ও বুবলী। আর এ সিনেমার নাম ‘অভিনয়’। সিনেমাটি পরিচালনা করবেন তরুন নির্মাতা অনন্য মামুন। এটি তাদের তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন ‘অভিনয়’ সিনেমা সঙ্গে সংশ্লিষ্ট একটি সুত্র। তবে এ বিষয়ে পরিচালক অনন্য মামুন আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখ থেকে এই সিনেমাটির শুটিং শুরু হবে।