অনলাইন ডেস্ক :
বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয় নায়িকা হয়েছিলেন রোজিনা। তবে ইদানিং সিনেমায় অভিনয়ে তাকে নিয়মিত দেখা না গেলেও মাঝে বেশ কিছু নাটক পরিচালনা করেছেন তিনি।
আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি গত বছর ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা তৈরি করেন। এবার তিনি নতুন সিনেমা বানানোর পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
তবে সিনেমার এখনও নাম চূড়ান্ত হয়নি, আসন্ন ঈদের পর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা আসবে বলে জানা গেছে। এরপরেই নতুন সিনেমার শুটিংও শুরু করবেন জনপ্রিয় তারকা রোজিনা।
এ বিষয়ে রোজিনা বলেন, “নাটক অনেকগুলো নির্মাণ করেছি। তবে সিনেমা বানানোর বিষয়ে এক ধরনের ভয় ছিল মনে। প্রথম সিনেমাটি তৈরির পর সেই ভয় কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে নিয়মিতই সিনেমা বানাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।”
বর্তমানে চিত্রনায়িকা রোজিনা তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি তিনি নিজের এলাকা রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে আলোচনায় এসেছেন। মায়ের নামে নির্মিত এ মসজিদ নির্মাণে তার ব্যয় হয়েছে কোটি টাকা।