অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বহুল আলোচিত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে টিজারটি প্রকাশ করেছেন সালমান খান নিজেই।
টিজারে নতুন লুকের দেখা গেছে সালমানকে। লম্বা চুল, দাড়ি-গোঁফ, চোখে সানগ্লাসে একেবারেই অন্যরকম লাগছে ভাইজানকে। টিজারের শুরুতেই মোটরসাইকেল চালাতে দেখা যায় তাকে। এরপর সালমানকে হাঁটতে দেখা যায় পাহাড়ে ঘেরা এলাকায়। এসময়ের সালমানের হাতের ব্রেসলেটও দেখানো হয় পরিষ্কারভাবে। সবশেষে সিনেমার নাম সামনে আসে। তবে ছবি মুক্তির তারিখ দেখানো হয়নি টিজারে। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের শেষে মুক্তি পাবে এই ছবি।