
অনলাইন ডেস্ক :
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছিল গত রোজার ঈদে। এবার তিনি নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন। সিনেমার নাম এখনো ঠিক করেননি। তবে স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। সেলিম জানান, নতুন সিনেমার পা-ুলিপি লিখছি। বছরের শেষের দিকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক সিনেমাটির গল্পের সঙ্গে মিশে যাবে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, নতুন সিনেমায় অনেক চমক থাকবে।