অনলাইন ডেস্ক :
নব্বই দশকের বিজ্ঞাপন নিরমা। এটি ছিল সেসময়ের তুমুল জনপ্রিয় একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি আবার রিমেক হয়েছে। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।
এতো বছর পর পুরনো দিনের বিজ্ঞাপনটি নতুন করে ফিরে এসে নস্টালজিক করে দিয়েছে দর্শককে। ক্রেডিট কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ক্রেডের জন্য তৈরি হয়েছে বিজ্ঞাপনটি।
১৯৮৯ সালে প্রথম প্রচারিত হয়েছিল নিরমার বিজ্ঞাপন। এতে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। রামানন্দ সাগরের রামায়ণে সীতার চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা তখন সুপারস্টার।
সেই বিজ্ঞাপন নতুন করে ফিরে আসলো। বিজ্ঞাপনটি গত ২৬ মার্চ প্রকাশ করা হয়। কারিশমা ইনস্টাগ্রামে এটি শেয়ার দিতেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা দেদারসে শেয়ার করছেন ভিডিওটি।
কারিশমা ও এই বিজ্ঞাপনের ভক্তদের ইতিবাচক মন্তব্যের জোয়ারে ভেসে গেছে সোশ্যাল মিডিয়া।
অনেক সেলিব্রিটিরাও ভিডিওটি খুব পছন্দ করেছেন। গায়িকা রেখা ভরদ্বাজ ক্রেডের পোস্ট করা ভিডিওতে মন্তব্য লিখেছেন, ‘এটি আমাকে নব্বইয়ে ফিরিয়ে নিয়ে যায়’।