নব্বই দশকে টপলেস ছবিতে তোলপাড় করা নায়িকা এখন কোথায়?

নব্বই দশকে টপলেস ছবিতে তোলপাড় করা নায়িকা এখন কোথায়?

অনলাইন ডেস্ক :

মমতা কুলকার্নির চেহারা এখন অনেকটাই বদলে গিয়েছে। এই সুন্দরী অভিনেত্রীর জীবনধারাও পুরোপুরি বদলে গিয়েছে। অভিনেত্রীর ওজন বেড়েছে। রূপচর্চার প্রতিও আগ্রহ হারিয়েছেন তিনি।

নব্বইয়ের দশকে বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। শাহরুখ-সালমান থেকে অক্ষয়-বড় বড় অভিনেতাদের নায়িকা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু খ্যাতির শীর্ষে থাকাকালীন আচমকাই হারিয়ে যান তিনি। তাঁর রূপ, তাঁর সাহসী ছবি তোলপাড় করেছিল বহু পুরুষ হৃদয়।

মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ভাগ্য দেবতা’ নামের একটি বাংলা ছবিতেও অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছে তাঁকে।

৯০-এর দশকেও টপলেস হওয়ার সাহস দেখিয়েছিলেন তিনি। বোতাম খোলা জিন্স, শরীরের ওপরের অংশ খোলা। হাতের কায়দায় ঢাকা বক্ষযুগল। ছবি মুক্তি পেতেই ঝড় উঠেছিল বলিউডে। পরে ক্ষমাও চাইতে হয় তাঁকে।

এখানেই বিতর্কের শেষ নয়। চায়না গেট ছবির শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মমতা। যদিও পরিচালক সেই অভিযোগ অস্বীকার করেন।

তাঁর চর্চিত স্বামী ভিকি ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলে আন্তর্জাতিক মাদক চক্রে জড়িয়েছিলেন মমতাও। পুলিশ যখন ভিকিকে হেফাজতে নেয়, তখন মমতার নামও উল্লেখ করা হয়। মাদক কাণ্ডে নাম জড়িয়ে শেষ হয়ে যায় মমতার জীবন। ভিকির সঙ্গে নিজের সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি মমতা।

মমতা কুলকার্নির চেহারা এখন অনেকটাই বদলে গিয়েছে। এই সুন্দরী অভিনেত্রীর জীবনধারাও পুরোপুরি বদলে গিয়েছে। অভিনেত্রীর ওজন বেড়েছে। রূপচর্চার প্রতিও আগ্রহ হারিয়েছেন তিনি।

এখন তিনি কী করেন, কোথায় থাকেন তা সঠিকভাবে কেউই জানেন না।

তথ্যসূত্র : নিউজ১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *