বিনোদন ডেস্ক :
নিকুল মন্ডল নানামাত্রিক অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন। দেখা দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’র মতো সিনেমাতেও। এবার তিনি হাজির নতুন পরিচয়ে। সম্প্রতি প্রচার হয়েছে তার পরিচালিত প্রথম নাটক ‘নুরুলের শেষের কবিতা’। নাটকটি বেশ প্রশংসিত হয়েছে দুই বাংলার দর্শকের কাছে। এবার নিকুল নির্মাণ করলেন আরও একটি নাটক। নাটকটির নাম ‘অবশেষে একা’। লিমন আহমেদের রচনায় নাটকটিতে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী খায়রুল বাশার ও রোকাইয়া জাহান চমক। গেল অক্টোবরের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। শিগগিররই নাটকটি প্রচার হবে বলে জানাগেছে।