![](https://www.binodonmail.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ। সিনেমায় অনেকদিন দেখা নেই তার। নিরবে দিন কাটান সবার আড়ালে। বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে তার দেখা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, নিয়মিতই নিজেকে আপডেট রাখেন আহমেদ শরীফ। আজ (১৩ জুলাই) আহমেদ শরীফ তার ফেসবুক দু’টি ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান। প্রসঙ্গত, আশি ও নব্বই দশকে খল চরিত্র দিয়ে আলোচনায় আসেন আহমেদ শরীফ।