
অনলাইন ডেস্ক :
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক মান্নাকে স্মরণ করে নতুন একটি গান গাইলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানটির কথা লিখেছেন নায়ক মান্নার স্ত্রী শেলী কাদের। ইতিমধ্যেই গানটির রেকর্ডিং শেষ হয়েছে।
গানটির বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন এবং রুপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গানের কথাগুলো হল- ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর।
সামাজিক মাধ্যম ফেসবুকে কন্ঠশিল্পী আসিফ আকবর তার একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। প্রিয় মান্না ভাইয়ের স্ত্রী শেলী কাদের ভাবির লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’