কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। স্কুল জীবন থেকে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে সব জায়গায় ভারী চেহারা কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাসতে হাসতে অপরাজিতা বলেন, ‘নায়কেরা তাকে বলেছেন, ‘এবার তো আমার মায়ের চরিত্রে অভিনয় করবি!’ ক্যারিয়ারের শুরুতে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। অপরাজিতার দাবি, একইসঙ্গে কুপ্রস্তাবও এসেছে প্রযোজকের থেকে। প্রযোজকের ঘনিষ্ঠরা সরাসরি তাকে ডেকে বলেছেন, ‘এই চরিত্রটা তুমিই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন।’ এরপরেই অপরাজিতা চিন্তা করেন, তিনি ছোট পর্দাতেই নিজেকে মেলে ধরবেন। কারণ, ছোট পর্দা থেকে কোনো দিন এই ধরনের আপত্তিকর প্রস্তাব পাননি তিনি। ছোট পর্দার পরিচালক, প্রযোজকেরা যখন সিনেমা বানাতে শুরু করেছে তখন পরিবেশ বদলেছে। তখন অপরাজিতাও একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। অপরাজিতা জানান, তিনি ‘বেলাশেষে’ সিনেমাটিতে অভিনয় করতেই রাজি হননি। তখন তিনি ছোট পর্দাতেই ব্যস্ত ছিলেন। এই সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরী বুঝিয়ে রাজি করান তাকে। অবশেষে রাজি হন অপরাজিতা। বাকিটা সত্যিই ইতিহাস।