অনলাইন ডেস্ক :
সাবলীল অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মনজয় করেছেন রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী ক্যারিয়ারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শুটিংয়ের জন্য নানা প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে তাকে। আর এই বিষয়টি নিয়ে রাশমিকা র বাবা-মা ভীষণ উদ্বিগ্ন।
এ ব্যাপারে রাশমিকা মান্দানা বলেন,‘বিভিন্ন স্থানে গিয়ে শুটিংয়ে অংশ নেয়ার কারণে বাবা-মা খুব চিন্তিত। বাবা-মা হিসেবে তারা যে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তাতে আমি খুবই আনন্দিত। কিন্তু শুটিং বন্ধ করার সিদ্ধান্তের বিষয়টি আমার হাতে নেই। এছাড়া শুটিং পিছিয়ে গেলে অনেক অসুবিধা হবে। এজন্য কাজ বন্ধ করিনি, যতটা সম্ভব নিরাপত্তা বজায় রেখে কাজ করছি।’
জানা গেছে, রাশমিকার নতুন ছবি ‘পুষ্পা’। তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা’ ছাড়াও হিন্দি ভাষার ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে তাকে।