‘না হবে না কিছুতেই’ নামে ঈদের একটি বিশেষ নাটক

‘না হবে না কিছুতেই’ নামে ঈদের একটি বিশেষ নাটক

আসন্ন ঈদুল আজহার আর মাত্র  ১০ দিন বাকি। সম্প্রতি ‘না হবে না কিছুতেই’ নামে ঈদের জন্য নির্মিত একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। সোহেল আরমানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, আবদুস সামাদ খোকন, শ্যামল জাকারিয়া, জয়িতা প্রিয়ন্তী, কোহিনূর, শম্পা নিজামসহ অনেকেই। ইতিমধ্যে নাটকটির শুটিং রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে শেষ হয়েছে। পরিচালক সোহেল আরমান জানান,আসছে পবিত্র ঈদুল আজহায় ‘না হবে না কিছুতেই’ নাটকটি এনটিভির পর্দায় দেখতে পারবেন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *