নিজেকে ‘স্টার’ বলতে লজ্জা লাগে: ভূমি পেদনেকার

নিজেকে ‘স্টার’ বলতে লজ্জা লাগে: ভূমি পেদনেকার

বিনোদন ডেস্ক :

২০১৫’র রোমান্টিক কমেডি ‘দাম লাগা কে হাইশা’তে স্থুলদেহী এক নববধূর ভূমিকায় অভিনয় করে ভূমি পেদনেকার অনেকগুলো পুরস্কারই জয় করেননি জায়গা করে নিয়েছেন বলিউডে অভিনেত্রী হিসেবে। এর পর তিনি অনেকগুলো অর্থপূর্ণ ফিল্মে অভিনয় করেছেন। তার ফিল্মগুলোর মধ্যে আছে ‘টয়লেট : এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘ষান্ড কি আঁখ’, ‘বালা’, ‘পতি, পত্মী অওর উও’ এবং ‘ডলি কিটি অওর উও চমকতে সিতারে’; এর সবগুলোই প্রশংসিত ফিল্ম। বলার অপেক্ষা রাখে না তিনি বলিউডের একজন প্রতিষ্ঠিত তারকা। কিন্তু তারকা বা স্টার পরিচয়ে তিনি কি স্বস্তি বোধ করেন? একসময় যে ভূমি যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সহকারী হিসেবে বলিউডে কাজ শুরু করেছিলেন তিনি এখন একজন ‘স্টার’; তিনি বলেন, “নিজেকে ‘স্টার’ হিসেবে পরিচয় দিতে আমি কিছুটা লজ্জা বোধ করি।” তিনি বরং নিজেকে এমন এক অভিনয়শিল্পী মনে করেন যে প্রচুর ভালবাসা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *