নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে দুই চ্যানেলে রিজভী

নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে দুই চ্যানেলে রিজভী

অনলাইন ডেস্ক :

নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মেঘের কপাট’ নিয়ে দুটি চ্যানেলের নিয়মিত প্রভাতী আয়োজনে দেখা যাবে অভিনেতা ও লেখক রেজাউর রহমান রিজভীকে। অনুষ্ঠান দুটি হলো এটিএন বাংলার ‘চায়ের চুমুকে’ ও বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’।

মোস্তাক এইচ মাশুকের প্রযোজনায় এটিএন বাংলার ‘চায়ের চুমুকে’ প্রচারিত হবে আগামী ২১ নভেম্বর সকাল ৭-৩০ মিনিটে এবং আফিয়া বৃষ্টির প্রযোজনায় বাংলাভিশনে ‘দিন প্রতিদিন’ প্রচারিত হবে আগামী ২৮ নভেম্বর সকাল ৮-৩০ মিনিটে। দুটি অনুষ্ঠানেই সম্প্রতি মুক্তি পাওয়া ‘মেঘের কপাট’ চলচ্চিত্রে নিজের অভিনয় প্রসঙ্গে কথা বলবেন রিজভী।

এছাড়া তার নিজের সাম্প্রতিক অন্যান্য কাজের বিষয়েও দর্শকদের জানাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *