অনলাইন ডেস্ক :
দেশের বিভিন্ন সিনেমা হলে অষ্টম সপ্তাহে হাইজফুল যাচ্ছে ‘পরাণ’। এখনও নাকি সিনেমাটির টিকিক ব্ল্যাকে বিক্রি হচ্ছে।
এমনটাই জানিয়েছেন ‘পরাণ’ সিনেমার অভিনেতা শরীফুল রাজ। সম্প্রতি রাজ ফেইসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন: ‘জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা মধুমিতায় ব্ল্যাকে টিকিট কেটে দেখতে হলো।’ এ সময় সিনেমার পরিচালক রায়হান রাফিও সঙ্গে ছিলেন বলে রাজ উল্লেখ করেছেন। ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে ব্ল্যাকে টিকিট কাটছেন রায়হান রাফি ও শরিফুল রাজ। মাস্ক থাকায় ব্ল্যাকার তাকে চিনতে পারেননি। দ্রুত টিকিট কেটে সিনেমা হলের মধ্যে ঢুকে যান দুজন। যদিও বিষয়টি মজার ছলে করেছেন তারা।