নিরাপদ সড়ক চাই এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ভৈরবে উদযাপন

নিরাপদ সড়ক চাই এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ভৈরবে উদযাপন

নিউজ ডেস্ক :

ভৈরবে গত ১ ডিসেম্বর ২০২১ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা ) এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ আয়োজন পালনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়েছে।

সকাল সাড়ে দশটায় ভৈরব শাখার আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধু হলে আলোচনা কেক কাটা সড়ক দুর্ঘটনায় আহত নিহত পরিবারবর্গের নগদ অর্থ প্রদান শীতবস্ত্র বিতরণ, রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ, ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে থেকে বের হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিস মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহীন।

উক্ত অনুষ্ঠানে নিসচার ভৈরব শাখার সদস্যরা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *