
অনলাইন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলী। সম্প্রতি চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে নির্মাতা রায়হান রাফির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি ।
চিত্রনায়িকা বুবলী বলেন, ‘এটা একটা ভিত্তিহীন খবর। আসলে রাফি ভাই-এর সাথে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক খুব পছন্দ করেছে। এছাড়া সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে এই ধরনের নিউজ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো এসব ছড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি এসব বিষয়ে কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিলো না। আমার মনে হয়েছে- এগুলো নিয়ে মন্তব্য করা মানে গুরুত্ব দেয়া। কিন্তু গুজবের লাগাম না টানলে এগুলো নানা ডালপালা মেলতে পারে। তাই আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলা।’ তিনি বলেন, ‘দেখা যায় প্রায়ই কেউ কেউ মনগড়া তথ্য দিয়ে অনেক রকম গুজব ছড়ায়, এটা তারই অংশ। আবার এমনও হতে পারে, অনেক দিন আমাকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে পাচ্ছে না বলেই হয়তো নতুন করে টপিক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের পোর্টাল বা ইউটিউবে কাটতি বাড়ে।’