অনলাইন ডেস্ক :
দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। তাদের মধ্যে বন্ধুত্ব ক্যারিয়ারের শুরু থেকে। তবে আজকাল তাদের মধ্যে সম্পর্কটা সেই আগের মতো নেই বলে জানা যাচ্ছে।
নিশোর সঙ্গে বন্ধুত্বে ফাটল প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে কথা বলেছেন অপূর্ব। তিনি বলেন, ‘ইদানিং নিশোর সঙ্গে একটু মান-অভিমানের পালা চলছে। দীর্ঘদিন কথাও হয় না আমাদের। বন্ধুত্বে আস্থা এবং বিশ্বাসটা থাকা খুব জরুরি। কিন্তু কেন জানি না আমার মনে হয়েছে, সেই বিষয়টা আমাদের মধ্যে কম।’
নিশোকে নাকি অপূর্বই অভিনয়ে এনেছিলেন। গত বছর এক সাক্ষাৎকারে নিজেদের বন্ধুত্বের সমীকরণের কথা উল্লেখ করতে গিয়ে এ কথাও জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা সম্ভবত বদলেছে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের আশা, খুব দ্রুত যেন তাদের মান-অভিমান মিটে যায়।
এদিকে অপূর্ব বর্তমানে টলিউডের ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। ছবির পরিচালক প্রতীম দাশগুপ্ত। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।