অনলাইন ডেস্ক :
মুম্বই বিমানবন্দরে বলিউড অভিনেতা সালমানের পথ আটকালেন নিরাপত্তাকর্মীরা। বিমান বন্দরের এমন কড়া পদক্ষেপে খুশি নেটিজেনরা। কিন্তু ঘটেছে টা কী? শুক্রবার গাড়ি থেকে নেমে, বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী না মেনে সোজা মেইন গেটে ঢুকতে যান ‘ভাইজান’। আর তখনই নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন। টাইগার-৩ ছবির শুটিংয়ে আগামী ২ মাসের জন্য রাশিয়া উড়ে যাচ্ছেন সল্লু। তাকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন। তবে সালমান না দাড়িয়ে ধীর গতিতেই মেইন গেটের দিকে এগিয়ে যান। তবে পুলিশের বাধায় থমকে যেতে হয় তাকে। সেই ভিডিও উঠে এসেছে ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিও ঘিরে উঠে এসেছে বিভিন্ন নেতিবাচক মন্তব্য।