নেটিজেনদের নোংরা আক্রমণের শিকার মধুমিতা

নেটিজেনদের নোংরা আক্রমণের শিকার মধুমিতা

অনলাইন ডেস্ক :

পাশের বাড়ির মেয়েটির মতো পর্দায় হাজির হয়েছিলেন মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। এই নাটকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তিনি এতোটাই পরিচিতি পেয়েছেন যে, মধুমিতার বদলে অধিকাংশ ভক্ত এখনো তাকে পাখি বলেই সম্বোধন করে।

সেই পাখি অবশ্য এখন অতীত অধ্যায়। মধুমিতা নিজের পালক খসিয়ে মেলে ধরেছেন। স্বল্প পোশাকে, সাহসী অবয়বে ধরা দিয়েছেন সিনেমার পর্দায়। আর সোশ্যাল মিডিয়ায় তো প্রতিনিয়তই খোলামেলা ছবি শেয়ার করে চলেছেন।

এ কারণে নেটিজেনদের নোংরা আক্রমণের শিকার হন মধুমিতা। তার ছবিগুলোর নিচে তাকালেই দেখা যায় ‘আপত্তিকর’ মন্তব্যের ছড়াছড়ি। ব্যতিক্রম হয়নি এবারও।

বুধবার (১০ আগস্ট) ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন মধুমিতা। সেখানে তাকে সাদা শর্ট টপ ও জিনসে দেখা গেছে। একটি কাঁচের দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমরা ভেবেছো আমি পরোয়া করি?’

এমন রূপে মধুমিতাকে দেখে অনেকে সংশয়ে পড়েছেন। অভিনেত্রীর শারীরিক গঠনকে ইঙ্গিত করে অনেকেই ‘আপত্তিকর’ প্রশ্ন ছুঁড়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘পাখি বড় হয়ে গেছে’, আরেকজন জানতে চেয়েছেন, ‘তোমার এই অবস্থা কে করল?’

যদিও এসব মন্তব্যের বিপরীতে কখনোই সাড়া দেন না মধুমিতা। মাস কয়েক আগে বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এখনো আমাদের রাজ্যে, শহরে মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন। মনের খোঁজ কেউ নেন না।’

মধুমিতা সরকারকে সর্বশেষ দেখা গেল ‘কুলের আচার’ সিনেমায়। এটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার সঙ্গে আছেন বিক্রম চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *