অনলাইন ডেস্ক :
ঢাকায় আসছেন বলিউড তারকা নোরা ফাতেহি। এ বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে প্রথমবারের মত বাংলাদেশে আসবেন ‘সাকি সাকি’, ‘দিলবার’-খ্যাত এ তারকা।
পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে নাচও পরিবেশন করবেন তিনি। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে। এর আগে বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা গত মাসেই ঢাকায় এসেছিলেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধারকান’, ‘বাজিগর’, ‘হাঙ্গামা’র মতো সুপারহিট হিন্দি সিনেমার এই নায়িকা। তার আগে চলতি বছরের মার্চে ঢাকায় ঘুরে গেছেন আরেক অভিনেত্রী সানি লিওন। একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।