পরিশ্রম সার্থক হয়েছে: তাসনিয়া ফারিন

পরিশ্রম সার্থক হয়েছে: তাসনিয়া ফারিন

ওয়েব ডেস্ক :

ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী তাসনিয়া ফারিন। ক্যারিয়ারের স্বল্প সময়ে তিনি দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন। সাম্প্রতিক মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’। এটি নির্মাণ করেন গুনী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এরই মাঝে এটি দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছে। ফারিনের চরিত্রটি দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এ নিয়ে অভিনেত্রীও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমার পরিশ্রম সার্থক হয়েছে। অনেকদিন অপেক্ষায় ছিলাম দর্শক চরিত্রটি কীভাবে নেয় সেটি দেখার জন্য। এই কাজটির মধ্য দিয়ে বুঝলাম আসলে দর্শক ভালো কাজ দেখতে চায়। কাজটি করতে গিয়ে অনেককিছু শিখতে পেরেছি। নিজেকে তৈরি করেছি অন্যরকমভাবে।’

এদিকে আসছে ঈদে প্রায় ২১টি নাটকে অভিনয় করেছেন ফারিন।

ঈদের নাটক বিষয়ে অভিনেত্রী ফারিন বলেন, ‘গেল ঈদের আগে ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই ঈদের নাটকে তেমন সময় দেয়া হয়নি। তবে এবার ঈদের নাটক থেকে দূরে নেই। দর্শকরা বিভিন্ন ধরনের গল্পের নাটকে ঈদে আমাকে দেখতে পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *