পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি-আইস উদ্ধার

পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি-আইস উদ্ধার

অনলাইন ডেস্ক :

ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি করেছে র‍্যাব। এছাড়া ক্রিস্টাল আইস এবং মদ জব্দ করা হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম পরীকে আটকের পর র‍্যাব সদর দপ্তরে নেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘এগুলো পরীমণি সেবন করতেন কিনা তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।’

বুধবার (৪ আগস্ট) র‍্যাব সদস্যরা নায়িকা পরীমণির বাসায় অভিযান চালায়। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযানে নিজ বাসা থেকে সন্ধ্যায় আটক হন পরীমণি। তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে র‍্যাবের সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *