ফিচার ডেস্ক :
পর্ণগ্রাফি মামলায় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জানা যায়, রাজের বিরুদ্ধে পর্ণ ছবি নির্মাণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে।
এ বছরের ফেব্রয়ারি মাসে, পর্নগ্রাফি ছবি তৈরি এবং তা প্রকাশ নিয়ে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে একটি অভিযোগ আসে। পুলিশ জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছে।
যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন রাজ কুন্দ্রা। এই মামলার কুন্দ্রা অন্তর্বতীকালীন জামিনের জন্য আবেদনও জানিয়েছেন।
এর আগে ২০১৩ সালে বেটিং সংক্রান্ত একটি মামলায় দিল্লি পুলিশ রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে ।
২০০৯ সালে বলিউড নায়িকা শিল্পা শেঠির সঙ্গে বিয়ে হয় রাজ কুন্দ্রার। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।