বিনোদন ডেস্ক :
ভারতের মুম্বাইয়ে পর্নকাণ্ডের পর এ ধরনের ঘটনায় উঠে আসছে কলকাতার তারকাদের নাম। জানা যাচ্ছে, কলকাতায় রমরমা ব্যবসা চলছে পর্নোগ্রাফির। কলকাতা মহানগরীর নিউটাউন থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রাইড হোটেলে এসব কাণ্ড ঘটছিল। এ অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে মডেল ও নায়িক নন্দিতা দত্ত, তার সঙ্গী মৈনাক ঘোষ এবং হোটেল কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে হাজির করা হয়। এরপর তাদের পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। নন্দিতার বাড়ি দমদমে। মৈনাকের বাড়ি নাকতলা। পুলিশ আরও জানায়, শুধু নন্দিতা ও মৈনাক নন, পর্নকাণ্ডে জড়িত আরও অনেকে। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে একে একে উঠে আসবে জড়িত বাকিদের নাম। এ চক্রের সঙ্গে অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার যোগাযোগ রয়েছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।