পর্নোগ্রাফি ছবি বানিয়ে ধনী আরও এক বলিউড অভিনেত্রী!

পর্নোগ্রাফি ছবি বানিয়ে ধনী আরও এক বলিউড অভিনেত্রী!

অনলাইন ডেস্ক :

শিল্পার স্বামী রাজ পর্ণগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর মুখ খুলেছেন বলিউডের পরিচিত মুখ গহনা। তাঁর অভিনীত সিনেমা বক্স অফিসে সাফল্য না এনে দিলেও, ওয়েব সিরিজের মাধ্যমে তিনি এখন পরিচিত মুখ। রাজ কুন্দ্রার অ্যাপের ছবি নিয়ে গহনা বলেন, সেগুলো কখনই পর্নোগ্রাফি ছবি নয়। সেগুলো ইরোটিক ছবি। অর্থাৎ যৌন প্রেমের দৃশ্য থাকে তাতে। সঙ্গমরত অবস্থায় দেখা যায়নি কাউকে। গহনার মন্তব্যের পরেই, ফের অভিনেত্রীর অতীত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

২০২১ সাথে ফেব্রুয়ারি মাসে প্রথম রাজের বিরুদ্ধে অভিযোগ করা হয় মুম্বাই সাইবার থানায়। তার আগেই পর্নোগ্রাফি ছবি বানানোর অপরাধে গহনা বশিষ্ঠ গ্রেফতার হন মুম্বাই পুলিশের হাতে। বলিউডে কাজ দেওয়ার লোভ দেখিয়ে উঠতি অভিনেত্রীদের পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করতেন গহনা। তিনি নাকি পর্নোগ্রাফি ছবি প্রস্তুতকারক, এমন দাবিও তোলেন কেউ কেউ। ছবি বানিয়ে তিনি মুঠোফোনে ছড়িয়ে দিতেন। লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন এই করেই। প্রতি ছবি পিছু অভিনেত্রীদের দিতেন ১৫ থেকে ২০ হাজার টাকা। বালাজি প্রোডাকশনের ‘গন্দি বাত’ সিনেমায় অভিনয় করে অনেকের নজরে পড়েছিলেন গহনা। কিন্তু তাঁর জোরজবরদস্তির বিরুদ্ধেও মুখ খুলেছিলেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *