পশ্চিমবঙ্গের শতাধিক হলে মুক্তি পেল মিমের সিনেমা ‘মানুষ’

পশ্চিমবঙ্গের শতাধিক হলে মুক্তি পেল মিমের সিনেমা ‘মানুষ’

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

বরাবরের মতনই বিদ্যা সিনহা মিমের আসনটি অন্যদের চেয়ে একটু উঁচুতে। টালিউডেও সুনাম রয়েছে তার। এর আগে সেখানে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। ফের ছড়িয়ে দিতে আসছেন নিজের অভিনয় ও সৌন্দর্যের একরাশ মুগ্ধতা। শুক্রবার (২৪ নভেম্বর) মুক্তি পেয়েছে মিম অভিনীত টালিউড সিনেমা ‘মানুষ’। ভারতের শতাধিক হলে চলছে সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিতের হাত ধরেই বড়পর্দায় অভিষেক হলো তার।

এদিকে সমদ্দার বলেন, প্রথম সিনেমা জিৎদার মতো স্টারকে নিয়ে করার সুযোগ হয়েছে। এটি আমার জন্য বড় প্রাপ্তির। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।

ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মিম। চরিত্রটির নাম মন্দিরা। এর আগে সামাজিক মাধ্যমে মন্দিরাকে সামনে এনেছিলেন। ক্যাপশনে লিখেছেন, মুক্তিপ্রতিক্ষিত ‘মানুষ’-এর এক ঝলক। চরিত্র মন্দিরা।

নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকেও ছবিটির প্রচারণা চালাচ্ছেন মিম। এরইমধ্যে জানিয়ে দিয়েছেন শতাধিক হলে মুক্তি পেয়েছে ছবিটি। দিয়েছেন হলের তালিকাও। তবে উপস্থিত থাকতে পারেননি কলকাতায়।

তিনি বলেন, মানুষ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে হবে বলে। তবে কলকাতা থেকে জিৎদাসহ ছবিসংশ্লিষ্ট অনেকেই ফোন দিয়েছিলেন। আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *