অনলাইন ডেস্ক :
বালাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন আগামী ১ সেপ্টেম্বর। ২ বছর মেয়াদে সংগঠনের নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ আগস্ট) বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ জানান, গত ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। পূর্বগঠিত নির্বাচন কমিশন থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনর্গঠিত হয়। সেখানে প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন, মোহাম্মদ জসীম উদ্দিন।