পাকিস্তানি অভিনেত্রীর ১০ মিলিয়ন রুপি মূল্যের গহনা-ঘড়ি চুরি

পাকিস্তানি অভিনেত্রীর ১০ মিলিয়ন রুপি মূল্যের গহনা-ঘড়ি চুরি

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

পাকিস্তানি অভিনেত্রী ও সঞ্চালক মীরার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার লাহোরের বাড়ি থেকে ১০ মিলিয়ন রুপি মূল্যের গহনা ও হাতঘড়ি চুরি হয়েছে। ডেইলি পাকিস্তান এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনার পর স্থানীয় থানায় মামলা করেছেন ইরতিজা রুবাব ওরফে মীরা। এ ঘটনায় মীরা তার এক গৃহকর্মীকে সন্দেহ করছেন।

মামলার এজারে বলা হয়েছে, চুরির ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মীরা। কেনাকাটা করে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরেন। মূলত, ভোরবেলা চুরির কথা জানতে পারেন মীরা। এ অভিনেত্রীর অভিযোগ, তার হীরার দুটো সেট এবং একটি হাতঘড়ি ‘ট্রাঙ্ক’ থেকে চুরি হয়েছে। পরে তার বাড়িতে উপস্থিত গৃহকর্মীকর্মীদের জিজ্ঞাসা করে জানতে পারেন যে, কাসিম নামে তাদের একজন কর্মী বাড়িতে নেই এবং তার মুঠোফোনও বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *